৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২১, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ফাইল ফটো
| ছবি : ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন মালয়েশিয়া। আগামী ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর, যা অনুষ্ঠিত হচ্ছে এনসিপির ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় এবং নৈশভোজে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে তিনি প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, শিক্ষার্থী এবং সাধারণ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে তাদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম।

আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram