৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামাসের অতর্কিত হামলা

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২০, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ইন্টারনেট থেকে
| ছবি : ইন্টারনেট থেকে

গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (২০ আগস্ট) সকালে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হামাস জানায়, নবনির্মিত সামরিক পোস্টে হালকা অস্ত্র, গ্রেনেড, মর্টার ও ট্যাংক বিধ্বংসী গোলা ব্যবহার করে তারা হামলা চালায়। এ সময় এক যোদ্ধা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এবং এক স্নাইপার একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারকে গুলি করে আহত করে।

অন্যদিকে, ইসরায়েলি সেনারা হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অন্তত ১৮ জন হামাস যোদ্ধা এতে অংশ নেয়। হামলায় তাদের এক সেনা গুরুতর এবং দুজন সামান্য আহত হয়েছেন। পাল্টা হামলায় ১০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram