৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাটে স্বাধীনতা দিবসের নাটকে বোরকা ছাত্রীদের সন্ত্রাসী চরিত্র, বিতর্ক

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২১, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ইন্টারনেট
| ছবি : ইন্টারনেট

ভারতের গুজরাটে স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের বোরকা পরিয়ে সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করানোয় তীব্র বিতর্ক শুরু হয়েছে। গত ১৫ আগস্ট ভাবনগরে আয়োজিত এ নাটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করছে মুসলিম সমাজ।

ভিডিওতে দেখা যায়, কালো বোরকা পরা কয়েকজন ছাত্রী খেলনা বন্দুক হাতে সহপাঠীদের দিকে গুলি চালানোর অভিনয় করছেন। প্রায় পাঁচ মিনিটের ওই নাটকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার প্রসঙ্গও তুলে ধরা হয় এবং পেছনে দেশাত্মবোধক গান বাজানো হয়।

ঘটনা সামনে আসার পর মুসলিম সম্প্রদায়ের নেতারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করে জানান, শিশুদের ব্যবহার করে মুসলিম সমাজকে হেয় করা হয়েছে। কুম্ভরওয়াড়া এলাকার সমাজ নেতা জহুরভাই জেজা বলেন, শিশুদের দিয়ে মুসলমানদের বদনাম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।

সমালোচনার মুখে স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর নাটক মঞ্চস্থ করা হয়। এ বছর ‘অপারেশন সিন্দুর’ শীর্ষক নাটক উপস্থাপন করা হয়েছিল। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী।

এদিকে শিক্ষা বিভাগ ঘটনাটি তদন্তে নেমেছে। ভাবনগর প্রাথমিক শিক্ষা সমিতির শিক্ষা কর্মকর্তা মুঞ্জল বডমিয়া জানান, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন তারা। স্কুল কর্তৃপক্ষকে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram