৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২১, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে নতুন প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার বিকালে অপরাজেয় বাংলার পাদদেশে তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা নিজেই। এছাড়া জিএস প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া এবং এজিএস প্রার্থী হিসেবে আছেন জায়েদ আহমেদ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ডাকসুর ২৮ পদে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে জমা পড়েছে ১ হাজার ১০৯টি মনোনয়ন। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি এবং হল সংসদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। তবে যথাক্রমে ১৪৯টি ও ৩১৮টি মনোনয়ন জমা পড়েনি।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram