৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের ২ উপ-পরিচালক বরখাস্ত

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২০, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ফাইল ফটো
| ছবি : ফাইল ফটো

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ এবং একই কার্যালয়ের আরেক উপ-পরিচালক কমলেশ মন্ডল।

আহসানুল কবীর পলাশের বিরুদ্ধে অভিযোগ, তিনি আবাসন প্রকল্প ‘রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেড’-এর প্ল্যান পাসে জাল কাগজপত্র তৈরির অনুসন্ধান প্রতিবেদন সময়মতো জমা দেননি। ফলে দুদক কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় এবং গত ১৬ জুলাই কমিশনের সভায় চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ গৃহীত হয়। এই আদেশ ৬ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

অন্যদিকে, কমলেশ মন্ডলকে ওয়াসার একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় এবং সময় বৃদ্ধির আবেদনও না করায় অসদাচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram