৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনের প্রথম মিস ইউনিভার্স: ইতিহাস গড়ছেন নাহিন আইয়ুব

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২০, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ইন্টারনেট থেকে
| ছবি : ইন্টারনেট থেকে

প্রথমবারের মতো ফিলিস্তিনকে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের জন্য ইতিহাস গড়বেন।

এ প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককেতে অনুষ্ঠিত হবে, যেখানে ১৩০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে নাহিন আইয়ুবকে স্বাগত জানাতে অধীর আগ্রহ প্রকাশ করেছে।

২৭ বছর বয়সী নাহিন ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি তিনি মানবিক কাজের জন্যও পরিচিত। সামাজিক মাধ্যমে তিনি ফিলিস্তিন জনগণের দুঃখ, সংগ্রাম ও অদম্য চেতনার কথা তুলে ধরেন। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, গাজা ও প্যালেস্টাইনের পরিস্থিতিতে তিনি সেই মানুষের কণ্ঠস্বর বহন করছেন যারা নীরব থাকতে অস্বীকার করেছেন, এবং প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর শক্তি বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করছেন।

ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতি সম্প্রতি আরও বাড়ছে। বর্তমানে বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এমন সময় নাহিন আইয়ুবের মিস ইউনিভার্সে অংশগ্রহণ ফিলিস্তিনের জন্য নতুন আলোর প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এ প্রতিবেদন প্রকাশের সময় গাজায় ইসরাইলি আগ্রাসন চলমান আছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মধ্যে রয়েছে। উল্লেখযোগ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে এখনও পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram