বাংলাদেশ-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক: ভিসামুক্ত ভ্রমণ চুক্তি পাঁচ বছরের জন্য
প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২১, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি : ইন্টারনেট থেকে
বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হয়েছে, যা কার্যকর থাকবে পাঁচ বছর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, চুক্তি অনুযায়ী, বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়া পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন।












