৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিসিবি নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা মাহবুব আনামের

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২১, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
ফাইল ফটো
| ছবি : ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বোর্ডের বর্তমান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দীর্ঘ তিন দশক ধরে বিসিবির বিভিন্ন দায়িত্বে থাকলেও এবার তিনি নিজেকে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে মানানসই মনে করি না। শান্তিপূর্ণ ও ঝামেলাহীন জীবন চাই, তাই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

যদিও বিসিবির সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে আগে থেকেই আলোচনা ছিল, মাহবুব আনামের ঘোষণার পর বিষয়টি পরিষ্কার হলো। এ প্রসঙ্গে কয়েকজন পরিচালককে জিজ্ঞেস করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক নেতিবাচক প্রচারণা তাকে ব্যথিত করেছে, যার প্রভাবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram