৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লুট হওয়া সাদা পাথর আগের জায়গায় ফেলতে হবে: হাইকোর্ট

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ১৪, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেরত দিতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এদিকে, সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরেক রিটের শুনানি আগামী ১৭ আগস্ট ধার্য করেছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট থেকে বিরামহীনভাবে পাথর লুট চলছে, অথচ পর্যটনকেন্দ্রের চারপাশে বিজিবির একাধিক ক্যাম্প রয়েছে। পরিবেশবিদরা সতর্ক করেছেন, এসব পাথর অপসারণে ধলাই নদীর প্রাকৃতিক প্রবাহ ও স্থানীয় পানির মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram