‘আইপিএল বদলে দিয়েছে ভারতের ক্রিকেট’

প্রকাশিত: মে ১৮, ২০২৩ , ৩:২৯ অপরাহ্ণ আপডেট: মে ১৮, ২০২৩ , ৩:২৯ অপরাহ্ণ

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আবির্ভাবের পর থেকেই বদলে গেছে ভারতের ক্রিকেট।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমার মনে আছে ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আমি অস্ট্রেলিয়াতে ইএসপিএন-স্টারের ধারাভাষ্যকার হিসেবে কাজ করি। আইপিএল শুরু হচ্ছে দেখে সবাই খুব রোমাঞ্চিত ছিল।
তিনি আরও বলেন, আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট এখনকার অবস্থায় থাকত না। ভারতীয় ক্রিকেটের চাহিদা হয়তো অনেক কম থাকত। কোনো দল যখন জিততে থাকে, তখন পৃষ্ঠপোষকেরা সেই দলের প্রতি আকৃষ্ট হয়। অর্থের প্রবাহ বেড়ে যায়। এ ব্যাপারটি আইপিএলের কারণে ঘটেছে ভারতীয় ক্রিকেটে।
ছেলেদের আইপিএলে সফল হওয়ায় এখন নারীদের আইপিএল শুরু করেছে ভারত। নারীদের আইপিএল নিয়েও আশাবাদী আকরাম।
তিনি বলেন, ভারত তো নারীদের আইপিএলও খুব জাঁকজমকের সঙ্গে শুরু করেছে। প্রথম মৌসুমেই এটি আয়োজন করে সাফল্য এসেছে। আমি এই নারী আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top