ঢাকার কেরানীগঞ্জে যৌতুক দাবি করে না পেয়ে মেয়েকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার সকালে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্ত্বর এলাকায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা অংশগ্রহণ করে।
এ সময় নিহত নাদিয়ার মা শেফালী আক্তার বলেন আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালানো হয়েছে এমনকি হত্যার স্বাক্ষী তার পাঁচ বছরের শিশু সন্তানকেও গুম করে রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করার পর পুলিশ দুইজন আসামিকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে একজন ছাড়া পেয়ে আমাদের হুমকি দিচ্ছে। আমি ন্যায় বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। বর্তমান সরকার ও ছাত্র সমাজের কাছে আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।