বরিশালে ৭ দফা দাবিতে

অপসোনিন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৭, ২০২৪ , ৬:২৩ অপরাহ্ণ

বরিশাল নগরের রূপাতলী এলাকায় বেতন-বোনাস বাড়ানোসহ সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার শ্রমিকেরা। আজ শনিবার সকাল ১০টার দিকে বরিশাল নগরের রূপাতলী এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আবদুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজার সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য পরিবহন আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন।

সমাবেশে বক্তব্য দেন অপসোনিন ফার্মার শ্রমিক মো. রানা, খুকু মনি, তাইজুল ইসলাম ও মো. রাব্বি। শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার অন্যতম সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top