খেলোয়াড় অশ্বিনের অবসর

অশ্বিন জানালেন কবে অবসর নেবেন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৭, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ

ভারতের এই সময়ের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সাদা পোশাকে এরই মধ্যে ১০০ টেস্ট খেলা হয়ে গেছে তার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজের অবসর ভাবনার কথা জানিয়েছেন তিনি।

টেস্টে এখন অশ্বিনের উইকেট সংখ্যা ৫১৬। ভারতের হয়ে লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক আরেক স্পিনার অনিল কুম্বলে। এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে তার সামনে।

কিন্তু অশ্বিন সে রেকর্ড ভাঙতে চান না। সাফ বলে দিলেন, ‘আমি ওই রেকর্ড ভাঙতে চাই না। অনিল কুম্বলের ভক্ত আমি। আমি যদি ৬১৮টা উইকেট পেয়ে যাই, সেই ম্যাচেই অবসর নিয়ে নেব। ওটাই আমার শেষ ম্যাচ হবে।’

কুম্বলে অবসর নেওয়ার বছর তিনেক পর অভিষেক হয় অশ্বিনের। উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচেই নিজের জহর দেখিয়েছিলেন। সেই ম্যাচে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

অশ্বিন শুধু স্পিনার হিসাবে নয়, অলরাউন্ডার হিসেবেও ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ওয়ানডেতে ভারতের হয়ে ১১৬ ম্যাচ খেলে নিয়েছেন ১৫৬ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে তার প্রাপ্তি ৭২ উইকেট।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top