ভোলা জেলায় ডাকাত সরদার সহ সহযোগী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৪ , ৬:৫৮ অপরাহ্ণ

ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরের দুর্ধর্ষ ডাকাত সরদার বাহাদূর ও তার সহযোগী ইকবাল হোসেন কে আগ্নেয়াস্র দেশী অস্র ও গোলা বারদ সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বেশ কিছুদিন ধরে ভোলা জেলার মেঘনা নদীর বঙ্গের চরে একটি সক্রিয় ডাকাত বাহিনী বিভিন্ন জেলাকে জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে।পরবর্তিতে ভুক্তভুগী জেলেরা বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আবেদন করলে তাদের প্রাণ নাশের হুমকি প্রদান করা হয়।এটির ধারাবাহিকতায় পরবর্তিতে ২ সেপ্টেম্বর রাত ১ টা হতে সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জেলার অধিন্যস্ত বিসিজিএস ভোলা কতৃক লেফট্যানেন্ট কমান্ডার খন্দকার মাহবুবুল হাসান এবং লেফট্যানেন্ট সাকিব মেহবুবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ডাকাত দের আবাসস্থল থেকে ডাকাত সরদার আলী আজগর বাহাদূর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে ৩টি আগ্নেয়াস্র তাজা গোলা এবং ডাকাতির অন্যান্য সরঞ্জাম সহ আরো এক লক্ষ পনেরো হাজার টাকা আটক করা হয়।আটককৃত সদস্য ভোলা জেলা সদর উপজেলার ধনিয়ার ৭ নং ওয়ার্ডের এবং চর মোংসা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।বর্তমানে তাদেরকে ভোলা সদর থানার হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।ভব্যিষতেও বাংলাদেশ কোস্ট গার্ড এরকম অভিযান অব্যহত রাখবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top