কয়েকঘন্টার মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবেছে পানিতে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে ৭টা পর্যন্ত কয়েকঘন্টার টানা বৃষ্টিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও জমেছে হাঁটুপানি কোথাও কোমরসমান পানি। এরফলে সৃষ্টি হয়েছে জ্যামের।
সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তাদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
এসময় ধানমন্ডি ২৭ ও সংসদভবনের রাস্তায় কোমরসমান পানিতে ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়েছে।
গ্রিন রোডে সিএনজিচালিত অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। এদিকে কারওয়ান বাজারে রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে।
এ ছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।
কাজী নজরুল ইসলাম এভিনিউতে মূল সড়কের একাংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ফলে গাড়িগুলোকে রাস্তার একপাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট হয়েছে।
ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।