৩৩ বছর পর ইরাকে ফের দূতাবাস চালু করছে সুইজারল্যান্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৫:২১ অপরাহ্ণ

উপসাগরীয় যুদ্ধের ৩৩ বছর পর ইরাকের রাজধানী বাগদাদে আবারও নিজেদের দূতাবাস চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল জেনেভা। তিন দশকের বেশি সময় পর পুনরায় বাগদাদে দূতাবাস খোলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল আরাবিয়্যার।বিবৃতিতে বলা হয়েছে, বন্ধ করে দেওয়ার ৩৩ বছর পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় দূতাবাস খুলছে সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের কারণে দেশটি থেকে নিজেদের দূতাবাস বন্ধ ও কর্মীদের ফিরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়।দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে জনবহুল দেশটির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী ও অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়েছে ফেডারেল কাউন্সিল।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top