রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ ৪ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টায় দুইজনের এবং মঙ্গলবার ভোরে অপর দুইজনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেগুলো উদ্ধার করেন। তারা হলেন, চর মাঝারদিয়াড়ের মো. রাজু, সবুজ, মোহাম্মদ আলী ও ফারুক। মৃতদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহাম্মদ আলী রাজুর বোনের জামাই এবং ফারুক তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রোববার চরের জমিতে কাজ করে সন্ধ্যা ৭টায় একটি ছোট ডিঙি নৌকায় ১৬ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। এ সময় নদীর তীব্র স্রোতের টানে তাদের নৌকাটি ডুবে যায়। তখন নদী থেকে ১২ জন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। ঘটনার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ শ্রমিকদের লাশের সন্ধান পাননি। পরে তাদের লাশ নদীতে ভেসে উঠে। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানান, ভরা পদ্মা নদী উত্তাল থাকায় সোমবার দুপুরের দিকে উদ্ধার অভিযান শেষ করেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top