বিশ্ব ক্রীড়াঙ্গনে উগান্ডার নারী ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেইর মৃত্যুতে তোলপাড় হয়েছে। বয়ফ্রেন্ডের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন প্যারিস অলিম্পিক খেলে আসা অ্যাথলেট রেবেকা চেপতেগেই। তার এই মৃত্যুর জন্য রেবেকা চেপতেগেইর বাবা জোসেফ কেনিয়ার সরকারকে দায়ী করেছেন। জোসেফ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অনেক আগেই তার পরিবার হতে কেনিয়ার সরকার এবং কেনিয়ার পুলিশকে জানানো হয়েছিল। তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। জোসেফ বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর জন্য কেনিয়ার সরকারের অবহেলা ছিল। ঐ ছেলেটি (ডিকসন এনদিয়েমা, রেবেকা চেপতেগেইর বয়ফ্রেন্ড) আমার মেয়েকে মারধর করেছে, খুবই ঝামেলা করছে। আমি সরকারকে জানিয়েছি, পুলিশের তদন্ত বিভাগেও জানিয়েছি। তারা অবেহলা করেছে। কোনো উদ্যোগ নেয়নি। প্রথমেই উদ্যোগ নেওয়া হলে আমার মেয়েকে বাঁচানো যেত।’বার্তা সংস্থা সিএনএন থেকে উগান্ডার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে উগান্ডার ক্রীড়ামন্ত্রী এক্সে পোস্টে জানিয়েছেন, এটি হৃদয়বিদারক ঘটনা। উগান্ডা বিষয়টি তদন্ত করছে। সবকিছু খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবে।রেবেকা চেপতেগেই উগান্ডার হলেও তিনি বসবাস করতেন কেনিয়ায়। সেখানেই রেবেকা চেপতেগেইর বাড়িতে ঢুকে তার বয়ফ্রেন্ড ডিকসন এনদিয়েমা জেরিকেন ভরে পেট্রোল এনে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। শরীরের ৭৫ ভাগই পুড়ে গিয়েছিল। গত রোববারের এই ঘটনার পর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৩৩ বছর বয়সী এই অলিম্পিয়ান। এবার নিয়ে কেনিয়ায় গত তিন বছরে তিন জন খ্যাতনামা নারী অ্যাথলেটের অস্বাভাবিক মৃত্যু হলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।