ইমাম হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:০২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪ , ৬:০২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে প্রায় কয়েক কিলোমিটারের যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে এ আন্দোলন চলমান রয়েছে।

আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ জুলাই শনির আখড়ার কাজলা এলাকায় পুলিশের গুলিতে ইমাম হাসান তাইম নিহত হন। নিহত ইমাম (১৯) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এমডব্লিউ কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানিয়েছেন, আমরা ঘটনাস্থলে আছি। আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top