সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জে পূর্বের ধার্যকৃত ২০ লাখ টাকা চাদাঁ না দেয়ায় নির্মান কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা।
গতকাল দুপুর ১২ টায় কেরানীগঞ্জের কদমতলী গোল চত্তর এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও আমরা ঢাকা বাসি সমিতির সভাপতি হাজী মোহাম্মদ শামসুল হক। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্ত্বরে তার সাড়ে ১৭ শতাংশ জমি রয়েছে। যা তিনি খরিদ সূত্রে ২০০৫ সাল থেকে ভোগদখল করে আসছেন। উক্ত জমিতে গত এক মাস পূর্বে বহুতলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন। গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ১০ টায় স্থানীয় বাহার নামের এক ব্যক্তি ২০/২৫ জন লোক নিয়ে তার নির্মান কাজে বাধা দেয় এবং কাজ করতে হলে তাকে পূর্বের ধার্যকৃত ২০ লাখ টাকা চাদাঁ দিতে হবে বলে জানায় । একই দিনে দুপুর ২ টায় উক্ত বাহার হাজী শামসুল হককে ফোন করে তার দাবি কৃত চাঁদা নেওয়ার জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান দ্বীন ফার্নিচারে আসবে বলে জানান। পরে বাহার ২০/২৫ জন লোক নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় হাজী শামসুল হকের ব্যবসা প্রতিষ্ঠান দ্বীন ফার্নিচারে উপস্থিত হন। এ সময় চাঁদা না পেয়ে বাহারের নেতৃত্বে সন্ত্রাসীরা হাজী শামসুল হকের ফার্নিচার শোরুমে ভাঙচুর চালায়। এতে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাজী শামসুল হক। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে শামসুল হকের ছোট ছেলে সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এব্যপারে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ব্যবসায়ী শামসুল হকের ছেলে সিরাজুল ইসলাম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি চাদাঁবাজির অভিযোগ দায়ের করেছেন । অভিযোগটি তদন্তের জন্য অত্র থানার সাব ইন্সপেক্টর (এসআই) শরিফুল ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্তে চাঁদাবাজির সত্যতা পেয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে মামলা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।