যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের নানা শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন, ফলে দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
জিম্মিদের পরিবার বহুদিন ধরেই মুক্তির দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে যুদ্ধ স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তারা। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা করে নেতানিয়াহুর সরকার। এর প্রতিবাদে সাধারণ ইসরায়েলিরা ১৭ আগস্ট দেশব্যাপী আন্দোলনের ডাক দেন।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে রোববার সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে তেলআবিব থেকে আটক হয়েছেন ১১ জন। অভিযোগ— তারা জনশৃঙ্খলা ভঙ্গ ও চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করেছিলেন।
পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হলেও এখনো জেরুজালেমমুখী গুরুত্বপূর্ণ রুট ১৬ বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছেন।
বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, “জিম্মিরা কোনো ত্যাগযোগ্য বস্তু নয়। তাদের দ্রুত গাজা থেকে মুক্ত করে আনতে হবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল












