ডিবি হারুনের নির্যাতন থেকে রক্ষা পায়নি

লালবাগের বিএনপি নেতা খোকন ও তার পরিবারের সদস্যরা

রাকিব হোসেন

নির্বাহী সম্পাদক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ৯, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ

ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনের নির্যাতন থেকে রক্ষা পায়নি বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার মোশাররফ হোসেন খোকন, তার স্ত্রী ইয়াসমিন, ছোট ছেলে রবিন ও কানাডার শিক্ষার্থী বড় ছেলে রিয়াদ হোসেন।
বিএনপি নেতা মোশাররফ হোসেন খোকন বলেন, জুলাই আন্দোলনের সময় ২৩ জুলাই রাতে ডিবি প্রধান হারুনের নেতৃত্বে লালবাগ ও চকবাজার থানা পুলিশের একটি দল আমার বাসায় অনাধিকার প্রবেশ করে আমাকে খোজাঁর টালবাহানা করে বাসায় লুটপাট চালিয়েছে। ঘরের আলমারি ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমাকে না পেয়ে স্ত্রী ইয়াসমিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার ছোট ছেলে রবিনকে মারধর করেছে। কানাডার শিক্ষার্থী আমার বড় ছেলে রিয়াদকে বাসা থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে পুলিশ। আমার স্ত্রী দুই সন্তান ছাড়াও আমার স্বজনরা পর্যন্ত পুলিশের নির্যাতন থেকে রক্ষা পায়নি।
তিনি বলেন, আমার স্ত্রী পুলিশের পা ধরে কেদেঁছে আমার ছেলেটা পাঁচ বছর পর কানাডা থেকে এসেছে। ৭দিন পর চলে যাবে। পুলিশকে ভিসা পাসপোর্ট ও বিমানের টিকেট দেখিয়েছে। তারপরও আমার ছেলেটাকে হ্যান্ডকাপ পরিয়ে অমানুষিক নির্যাতন চালিয়েছে। খোকন বলেন, ছেলের উপর অমানুষিক নির্যাতন করছে শুনে পরে আমি পুলিশের কাছে ধারা দেই। পুলিশ আমাকে মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে নির্যাতন চালায়। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়েছি।
এলাকাবাসি জানায়, মোশাররফ হোসেন খোকন প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনর ৬০ নং ওয়ার্ডের তিনবারের নির্বচিত কমিশনার। যা বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়াডর্, অঞ্চল-৩ এবং বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৭ আসনের অন্তর্গত।
তিনি কমিশনার থাকাকালীন সময়ে এলাকায় ৫০ টি পাকা রাস্তা তিনটি খেলার মাঠ ও একটি মিনি স্টেডিয়াম তৈরি করে এলাকাবাসীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন। যে সকল রাস্তায় আগে যান চলাচলে অনুপযোগী ছিল সে সকল রাস্তা প্রশস্ত করে গাড়ি চলাচলের উপযোগী করেছেন। কিল্লার মোড় শ্মশান ঘাটের পাশে মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ নির্মাণ ও একটি মিনি স্টেডিয়াম তৈরি করেছেন। আমলিগোলা বালুর ঘাট এলাকায় একটি খেলার মাঠ করেছেন। লালবাগ মডেল স্কুল এন্ড কলেজ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। কিল্লার মোড়ে মাদ্রাসা স্থাপনের জন্য ৮০ লক্ষ টাকার মাটি ভরাট করেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেটি দখল করে নেন এবং জায়গাটিতে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান র‌্যাবের ক্যাম্প বসানো হয়। তার নিজের অর্থায়নে মসজিদুল বাকী মসজিদটি বহুতল ভবন নির্মাণ করেন। বর্তমানে তিনি তারেক জিয়ার নির্দেশে এলাকাবাসীর উন্নয়নে নিজ অর্থায়নে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছেন।

জনাব খোকন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সন্ত্রাসমুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ার। সে অঙ্গিকার বাস্তবায়নে এলাকায় যাতে কেউ কোন রকম জামেলা সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে দলীয় নেতা কর্মিদের নিয়ে পাহারা বসিয়েছি। পূজাঁমন্ডপে আমার নেতৃত্বে স্বেচ্ছায় বিএনপি ও অংগসংগঠনের লোকজন স্বেচ্ছাসেবি হিসেবে কাজ করছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৭আসনে বিএনপির প্রত্যাশী বলে জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top