১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত আরও ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ২০, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
: প্রধান উপদেষ্টার প্রেস উইং
প্রধান উপদেষ্টার কাছে আজ পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছেন পদোন্নতি ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক জাকির আহমেদ খান। | ছবি : : প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে আবেদন পর্যালোচনা কমিটি। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির দ্বিতীয় প্রতিবেদন জমা দেন আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা আছেন। এর আগে প্রথম প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকার হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন যাচাই করে এ সুপারিশ করা হয়েছে। মোট ৩১৮টি আবেদনের মধ্যে ২১০টি পর্যালোচনা করে দেখা হয়, যার ভিত্তিতে ৭৮ জনকে পদোন্নতির যোগ্য বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তবে ১৩২ জন কর্মকর্তার আবেদন গৃহীত হয়নি।

প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
magnifiercross linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram