ব্যাংক পুনর্গঠনে ৩ বছর সময় পাবে
বেসরকারি খাতের সিটি ব্যাংকের সাথে একীভূত হচ্ছে সরকারি খাতের সমস্যাকবলিত বেসিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দুটো ব্যাংক একীভূত হলেও তারা পরবর্তী তিন বছরের জন্য পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে। এর আগে এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়। গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সিটি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ‘স্বতঃপ্রণোদিত একত্রীকরণ হলে বাংলাদেশ ব্যাংক ও সরকারের নীতি সহায়তা যেহেতু অনেক বেশি, তাই সবল ব্যাংক হিসেবে কোনো দুর্বল ব্যাংককে সিটি ব্যাংকের সাথে একীভূত করা যায় কি-না, তা আমরা খতিয়ে দেখছি। যেটাই করি না কেন, আগে ওই দুর্বল ব্যাংক পুনর্গঠন করবো এবং ৩ বছর বা তার বেশি সময় পরে দুই ব্যালান্সশিট এক করবো। এটাই আমাদের ইচ্ছা। পলিসিতে বলা আছে ব্যাংক পুনর্গঠনে ৩ বছর সময় পাবো। ভালো পথে এই তিনটা বছর গেলে আমি আশাবাদী সময় আরও বাড়বে। দুর্বল ব্যাংকগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ চলছে, এর বেশি কিছু বলতে পারছি না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের বৈঠকে হয়েছে। ওই বৈঠকেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ১৯ মার্চ সিটি ব্যাংকের পর্ষদকে বেসিক ব্যাংকের সাথে একীভূত করার সুপারিশ করা হয়। এরপর সিটি ব্যাংক ও বেসিক ব্যাংক উভয়ের বোর্ডের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ নিয়ে দুই ব্যাংকের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, দুটো ব্যাংক একীভূত হলেও তারা পরবর্তী তিন বছরের জন্য পৃথক আর্থিক প্রতিবেদন তৈরি করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।