জোরপূর্বক আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হামলা
নদী পথে পন্য সরবরাহকারি জাহাজ মালিকদের সংগঠন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন জোরপূর্বক আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দখলের চেষ্টা করেছে এসোসিয়েশনের কিছু সদস্যসহ একটি বহিরাগত সন্ত্রাসী গ্রুপ । তারা অফিস সচিব কাজী আজমল হোসেনকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এলোপাতালী মারধর করে তার কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়া সহ জোরপূর্বক অফিসে থাকা জরুরী ডকুমেন্ট নিয়ে যায় ।
গত ১২ আগষ্ট রাতে ঢাকার কাকরাইলস্থ ২৬,২৭,২৭/১, গ্রীন সিটি রিজেন্সী (১০ম তলা) বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের অফিসে এ ঘটনা ঘটে ।
অফিস সচিব কাজী আজমল হোসেন এ প্রতিবেদককে জানায়, প্রতিদিনের মতো ১২ আগষ্ট সোমবার রাতে অফিসের কাজ সমাপ্ত করে আমি সহ অফিসের কমর্চারি মাসুদ, রনি, সুজন, জয়ন্ত ও সুমন সহ ছয়জন যখন বাসায় যাবো ঠিক সেই সময় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জাহাজ মালিকদের কয়েকজন সদস্যসহ একটি বহিরাগত সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন অফিসে দেশি বিদেশী অস্ত্র, লাঠি সোটা সহ জোর পূর্বক অফিসে অনাধিকার প্রবেশ করে । যাদেরকে আমরা চিনতে পেরেছি তাদের মধ্যে ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, মোঃ খোরশেদ আলম, মোঃ ওয়ালিউল্লাহ ভুইয়া বাপ্পি, মোঃ আলমগীর হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ মশিউর রহমান, মোঃ মনির আহমেদ, কাজী মিজানুর রহমান, মোঃ শাহজামাল, শেখ আবুল কালাম সহ বহিরাগত ২৫থেকে৩০ জনের একটি সন্ত্রাসি গ্রুপ রয়েছে। প্রথমে কাগজে স্বাক্ষর করার জন্য আমাকে হুমকি ধামকি ও প্রচন্ড চাপ প্রদান করেন। তখন আমি বলি না আমি কোনকিছু না পড়িয়া এবং আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা না করিয়া আমি কোন কাগজে স্বাক্ষর করিবো না। তখন তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অসংলগ্ন ভাষায় গালিগালাজ করিতে থাকে। এক পর্যায়ে আমি তাদেরকে বলি আমাকে আপনারা যতই চাপ প্রয়োগ করেন, আমাকে মারিয়া ফেলিলেও আমি কাগজে স্বাক্ষর করিবো না। তখন তারা আমাকে এলোপাতালী মারধর করেন । এক পর্যায়ে মোঃ ওয়ালিউল্লাহ ভুইয়া বাপ্পি তার কাছে থাকা রিভলবার আমার মাথায় তাক করে ধরেন । এরপর মোঃ আলমগীর হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ওয়ালিউল্লাহ ভুইয়া বাপ্পি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বল প্রয়োগ করেন।
তখন আমি বাধ্য হয়ে কাগজপত্র স্বাক্ষর করি । যাওয়ার সময় তারা আমাকে হুমকি প্রদান করেন যে আইনের আশ্রয় নিলে আমাকে জানে মারিয়া ফেলিবেন । এরপর থেকে আমি জানের নিরাপত্তাহীনতায় ভুগতেছি ।
এব্যাপারে নিজের নিরাপাত্তা চেয়ে অফিস সচিব কাজী আজমল হোসেন ঢাকার রমনা থানায় সাধারন ডাইরি করার আবেদন করেছেন । রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সচিব কাজী আজমল হোসেন সন্ত্রাসি কর্যকলাপ ও মারধরের জন্য সাধারন ডাইরি করেছেন। আমরা বিষয়টি তদান্তসাপেক্ষে ব্যবস্খা গ্রহন করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।