১৮ বছর ধরে মুখ ফিরিয়ে আছেন আল্লু অর্জুন-রাম চরণ!
প্রতিনিধি :
নিউজ ডেক্স
আপডেট :
আগস্ট ১৪, ২০২৫
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

010101 | ছবি : 020202
দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় নায়ক ও কাজিন ভাই আল্লু অর্জুন ও রাম চরণ টানা ১৮ বছর ধরে একে অপরের সঙ্গে কথা বলেন না। ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেত্রী নেহা শর্মার কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়।
গুঞ্জন আছে, নেহার সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন আল্লু অর্জুন। কিন্তু ২০০৭ সালে রাম চরণের প্রথম ছবি চিরুথার শুটিং চলাকালে নেহা ও রামের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে। এমনকি তাদের গোপন বিয়ের গুঞ্জনও শোনা যায়। এতে ভেঙে যায় আল্লুর প্রেম এবং শুরু হয় দুই ভাইয়ের দূরত্ব।
পরে রাম চরণ ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন, আর আল্লু অর্জুন ২০১১ সালে স্নেহার সঙ্গে ঘর বাঁধেন। তবে তাদের মধ্যে ১৮ বছরের এই দূরত্ব এখনো কাটেনি।












