ক্রীড়া উপদেষ্টা পাপনের পদত্যাগ নিয়ে যা জানালেন

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৮, ২০২৪ , ৪:২৮ অপরাহ্ণ

বিসিবিপ্রধানের পদ থেকে পদত্যাগ করছেন নাজমুল হাসান পাপন। বিসিবির বিভিন্ন সূত্রে এমন খবর শোনা গেলেও এ ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাননি পাপন। নিয়মানুযায়ী, তাই তিনিই এখন পর্যন্ত বিসিবির প্রধান। তবে বলা হচ্ছে, দ্রুতই পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন, যা নিয়েই রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট রাতে দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়, পদত্যাগে রাজি পাপন। বিসিবির এক পরিচালককে সেটি তিনি (পাপন) জানিয়েছেন। এরপর তিন দিন পেরিয়ে যেতে চললেও এখনো পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেননি পাপন।

যা নিয়েই আজ জানতে চাওয়া হয়েছিল নতুন ক্রীড়া উপদেষ্টার কাছে। তিনি বিসিবিপ্রধান পাপনের পদত্যাগের বিষয়ে কিছু জানেন কিনা। যার উত্তরে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি সভাপতি পদত্যাগ করতে সম্মত হয়েছেন আমি এই সংবাদ দেখেছি গণমাধ্যমে। তবে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা এ বিষয়ে বোর্ডসংশ্লিষ্ট যারা আছেন, তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সাবেক ক্রিকেটাররাও আছেন সেখানে। আশা করি দ্রুত একটা সমাধানে পৌঁছাতে পারব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top