ফেনীতে ৮০টি গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে ১৫ হাজার পরিবার

ফেনীতে ৮০ গ্রাম প্লাবিত টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে

নাদিম মাহমুদ

রিপোর্টার

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ১১:৪৯ পূর্বাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৪ , ১১:৪৯ পূর্বাহ্ণ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আগে থেকে বাঁধের ভাঙা ২৬ ও নতুন করে ৪ স্থান দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে পরশুরাম ও ফুলগাজী উপজেলার ৮০টি গ্রামে পানিবন্দী হয়ে পড়েছে ১৫ হাজার পরিবার। আজ বুধবার মুহুরী নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ফেনী জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা এ যাবতকালে সর্বোচ্চ। ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে কোথাও হাঁটু পরিমাণ পানি উঠায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ঘনিয়ামোড়ার গ্রামের মো. মনির আহমেদ ভূইয়া বলেন, ‘১৯৮৮ সালে একবার ভয়াবহ বন্যায় বাড়ি ঘরে পানি উঠেছিল। এবারের বন্যা তার চেয়ে ভয়াবহ। বাড়ি ঘরে গতবারের চেয়ে বেশী পানি উঠেছে। তাই পরিবার পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।’

ফুলগাজীর সদর ইউনিয়নের ঘনিয়ামোড়ার গ্রামের কৃষক মো. জামাল উদ্দিন বলেন, ‘আমার ঘরে কোমর পানি। আমার ৪৫ বছর বয়সে এত পানি দেখিনি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top