প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৪ , ১২:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহের অধিকার বঞ্চিত সাংবাদিকদের সংস্কার দাবীর তোপের মুখে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়।
মঙ্গলবার (২০ আগস্ট) ২টায় ময়মনসিংহের অধিকার বঞ্চিত সাংবাদিকরা তাদের দাবী নিয়ে প্রেসক্লাবে যায়। বর্তমান কমিটি বিলুপ্ত করে একটি এডহক কমিটি গঠন, গঠনতন্ত্র সংশোধন, অপেশাদার সাংবাদিকদের সদস্য পদ বাতিল করে আন্দোলনকারী সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেসম্যান ফর প্রেসক্লাব করার জন্য সাধারণ সম্পাদক অমিত রায়ের পদত্যাগ প্রেসক্লাব এর কমিটি বাতিল করে পূর্ণগঠন করতে তোপের মূখে পড়েন সাধারণ সম্পাদক অমিত রায়।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের ভাড়াটিয়া সন্ত্রাসী কাইয়ুমসহ একাধিক বহিরাগত সন্ত্রাসী প্রেসক্লাবে এসে অধিকার বঞ্চিতদের লাঞ্চিত ও গুলি করে হত্যার হুমকি দিলে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে ন্যায্য দাবীর আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে।
প্রেসক্লাবের সন্ত্রাসীদের হামলায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি তসলিমা রত্ননা গুরুতর আহত হয়। সে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সংবাদ পেয়ে পুলিশ ও র্যাবের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এর আগে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোঃ রুকুনুজ্জামান রোকন দলীয় লোকজন নিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্য দীর্ঘ সময় আলোচনাকালে সাংবাদিকতায় বিএনপি’র অনুসারীদের গুরুত্ব দিয়ে আওয়ামী পন্থী সাংবাদিকদের ব্যাপক সমালোচনা করে ভবিষ্যত কমিটি ও কার্যক্রম পরিচালনার ঈঙ্গিত দিলে আন্দোলনকারীদের পক্ষে বলা হয় সাংবাদিকতার পেশায় কোন দল নেই, সবাই সাংবাদিক, কারো ব্যাক্তিগত মতাদর্শ থাকতে পারে সাংবাদিকতার পেশায় রাজনৈতিক লেজুরবৃত্তি বর্তমান প্রেসক্লাব করেছে, অধিকার বঞ্চিত সাংবাদিকদের ন্যায় সংগত দাবি বাস্তবায়ন করতে হবে এর বিকল্প নাই।
এসময় যুবদল নেতা রুকুনুজ্জামান রোকন বলেন আগামী শুক্র বা শনিবারে প্রেসক্লাব ও অধিকার বঞ্চিত সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করে সমাধানের উদ্দ্যোগ গ্রহণ করবো আমাকে ইমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের ঘটনার সংবাদ পেয়ে ফোন করে পাঠিয়েছেন। উল্লেখ্য যে, ময়মনসিংহ প্রেসক্লাব দীর্ঘ ৫০ বছর ধরে অসংবাদিকদের দখলে। পেশাদার সাংবাদিকদেরকে না নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক অধ্যাপক ও সরকারি আমলাদের সমন্বয়ে প্রেসক্লাব গঠন করে কোটি কোটি টাকা লুটপাট করছে।
বঞ্চিত সাংবাদিক গন আজ সারাদিন প্রেসক্লাব ঘেরাও করে রাখে। আওয়ামী লীগ সমর্থিত সাংবাদিকদের দখলে প্রেসক্লাবটির দায়িত্ব থাকায় তাদেরকে উচ্ছেদের জন্য আজ প্রেসক্লাব ঘেরাও করে অধিকার বঞ্চিত সাংবাদিক আন্দোলনের সাংবাদিকরা।
এরপর প্রেসক্লাবের সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করে। আন্দোলন চলাকালে সাংবাদিকদের বেধর মারধর করে। প্রেসক্লাবের বাহিরে পেশাদার সাংবাদিকদের ময়মনসিংহ প্রেসক্লাবে অন্তর্ভুক্ত করে এবং দখলদার দখলদার বাহিনীকে উচ্ছেদের আহ্বান জানান আন্দোলনকারীর সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেসক্লাবের বানানো গঠনতন্ত্র বাতিল ও ৬ দফা দাবিতে সাংবাদিকরা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল।
কিন্তু আন্দোলনকারীদের তোয়াক্কা না করে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পেশাদার সাংবাদিকগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে পেশাদার সাংবাদিকদের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানান এবং অপেশাদার সাংবাদিকদের হাত থেকে প্রেসক্লাবকে রক্ষা করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাংবাদিকদের পক্ষে এবং প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।