দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে

আওয়ামী লীগ মিডিয়ার কাছে মিথ্যা ভাঙচুর ও লুটপাটের তথ্য প্রচার করছে : গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৪ , ৮:২৪ অপরাহ্ণ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আওয়ামী লীগের একটি কুচক্রী মহল বিএনপি তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে মিডিয়ায় মিথ্যা লুটপাট ও ভাংচুরের তথ্য প্রচার করাচ্ছে । মিডিয়ার কাছে  তারা ভারতের বিভিন্ন দাঙ্গা ও ভাংচুরের ছবি  গুগল থেকে ডাউনলোড করে সংবাদ কর্মীদের দিয়ে  ভাংচুরের  কল্প কাহিনী সাজিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে । তিনি এ ব্যাপারে কেরানীগঞ্জের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি কেরানীগঞ্জ ভাঙচুর লুটপাট ডাকাতি ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধনের কথা উল্লেখ করে  বিডিসি ক্রাইম বার্তা, আনন্দ টিভি ২৪ ইউটিউব চ্যানেল, আনন্দ টিভি লাইভ টেলিকাস্ট, সংবাদের পাতা সম্প্রচার ও দৈনিক যুগান্তর সহ অন্যান্য প্রচার মাধ্যমে ভুল তথ্য সম্প্রচার করেন । সংবাদে তেঘরিয়া ইউনিয়নে বেয়ারা গ্রামে ইব্রাহিম কাদরীর বাড়ি ভাংচুরের কথা উল্লেখিত করা হয়েছে । খোজঁ নিয়ে জানা যায়, উক্ত ঘটনাটি আওয়ামী লীগ নেতা ইব্রাহিম কাদরীর সাজানো নাটক ।

এব্যাপারে কেরানীগঞ্জের বেয়ারা গ্রামে অনুসণ্ধানকারে এলাকাবাসী পক্ষে হাজী শরীফ মোহাম্মদ,আল নূর, মতি মিয়া, রাজু, মোহাম্মদ সালাউদ্দিন, পারুল, মিতু, রিপন আব্দুল হাকিম  জানায় , ইব্রাহিম কাদরীর বিএনপি’র নেতাকর্মীদের নামে যে  অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা । অভিযোগকারী ইব্রাহিম কাদরী এরশাদ সরকারের আমলে  জাতীয় পার্টি করত।  এরশাদ সরকারের পতন হইলে ১৯৯১ সালে বিএনপিতে যোগদান করেন । ২০০৭ সাল পর্যন্ত তিনি বিএনপির লোক ছিলো । এরপর পট পরিবর্তনের সাথে সাথে তিনি আওয়ামী লীগের যোগদান করেন  এবং গত ১৬ বছর আওয়ামী লীগের লোকজন নিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন । তাহার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায় । তাহার জুলুম থেকে তাহার আপন ভাই ও রেহাই পায় নাই। অনেক লোকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক মিথ্যা মামলার মাধ্যমে পুলিশ দিয়ে চাঁদা আদায় করতো।  এলাকাবাসী বিচার দাবী করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
top