বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা পূর্বের উদ্যোগে আজ সকাল ৯ টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সারা কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জামায়েত ইসলামী কেরানীগঞ্জ মডেল পূর্ব থানার আমির ডাঃ এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা দক্ষিণ আমির মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক আমির ইঞ্জিনিয়ার আবুল হাসেম অন্যান্য মধ্যে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম , ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা এ বি এম কামাল হোসেন বাংলাদেশ জামায়েত ইসলামিক কেরানীগঞ্জ মডেল দক্ষিণ থানার আমির আব্দুর রহিম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেরানীগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন । অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের কর্মীদের পরবর্তী দিনের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।