চট্টগ্রামের রাউজানে মো. জোবায়ের উদ্দিন আরমান (৩২) নামে এক এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ ইউপি সদস্য জসিম উদ্দিনের বসতঘর হতে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত আরমান আরমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে এবং ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্র মতে, ইউপি সদস্য জসিম উদ্দিনের সঙ্গে ছেলের ঝগড়া হয়। এর জের ধরে বাবার সঙ্গে অভিমান করে আরমান তার বসতঘরে গামছায় ঝুলে ‘আত্মহত্যা’ করে।
এই প্রসঙ্গে ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ‘আমি আমার ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলাম। ছেলে কী কারণে ‘আত্মহত্যা’ করেছে আমি জানি না।’
রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘এই ধরনের কোনো তথ্য পায়নি। আমি চট্টগ্রাম নগরীতে আছি। খবর নিয়ে পরে জানানো হবে।’
প্রসঙ্গত, গত ২০২২ সালে ১৬ মার্চ বিষপানে আত্মহত্যা করেছিলেন আরমানের বোন আইরিন সুলতানা নিপা (২০)। এর কয়েক বছর পূর্বে তার মাও আত্মহত্যা করেছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।