অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনাএখন দিল্লিতে
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আজ শপথ নিচ্ছেন। শপথ অনুষ্ঠান ঘিরে পুরো নয়া দিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আজ স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে এই শপথ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ পড়াবেন। মোদির পর তার মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ হবে।
শপথে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ছাড়াও অন্তত আট হাজার অতিথি উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অতিথি ইতোমধ্যে দিল্লি পৌঁছেছেন।
খবর এনডিটিভি ও আনন্দবাজার অনলাইনের।
খবরে বলা হয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এরই মধ্যে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতকর্তা। আজকের শপথগ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে পাঁচ কোম্পানি আধাসামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠান চলার সময় যেকোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ ৯ থেকে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বিদেশী অতিথিদের হোটেলে বিশেষ প্রোটোকলসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিশেষনিরাপত্তার আওতায় রয়েছে লীলা, তাজ, আইটিসি মৌর্য, ক্ল্যারিজেস এবং ওবেরয়ের মতো নামি হোটেলগুলো। অতিথিরা হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাবেন নির্দিষ্ট পথে। এ সময় বিভিন্ন রাস্তা বন্ধ এবং ডাইভারশন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া সীমান্তেও শুরু হয়েছে কড়া নজরদারি। ভারতের ‘প্রতিবেশী প্রথম নীতির’ অংশ হিসেবে মালদ্বীপ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে পাকিস্তানের কোনো নেতা এতে উপস্থিত থাকছেন না।
মোদির নয়া মন্ত্রিসভায় ২৭-৩০ জন সদস্য থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা আপাতত স্পষ্ট নয়। এদের মধ্যে অন্তত ছয় মন্ত্রণালয় পাচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের দল। নাইডুর তেলেগু দেশম পার্টি থেকে চারজন ও নীতিশের জনতা দল থেকে দুজন মন্ত্রী হতে পারেন। তেলেগু দেশম পার্টি ডেপুটি স্পিকারের পদও পেতে পাারে। এবারের লোকসভায় চন্দ্র বাবু নাইডুর দল থেকে ১৬ ও নীতিশের দল থেকে ১২ লোকসভা আসন পেয়েছে।এই লোকসভার প্রথম অধিবেশন ১৫ জুন নাগাদ শুরু হতে পারে। এর মধ্যে প্রথম দুদিন নবনির্বাচিত সদস্যদের শপথ হবে। এর পর নতুন স্পিকার নির্বাচন করা হবে। এর পর রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার একটি যৌথ অধিবেশনে ভাষণ দেবেন ও অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম অধিবেশন আগামী ২২ জুন শেষ হওয়ার কথা রয়েছে।
নয়া মন্ত্রিসভায় জায়গা পেতে শনিবার দিনভর দেনদরবার চলে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় সে আজ তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। এর আগে শনিবার প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথের কথা বলা হয়। পরে তা পরিবর্তন করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন।শুক্রবার এনডিএ জোটের বৈঠকে সর্বসম্মতিক্রমে মোদি জোট নেতা নির্বাচিত হন। ভারতের পার্লামেন্টে অনুষ্ঠিত জাতীয় গণতান্ত্রিক জোটের বৈঠকে মোদি বলেন, ‘এটা আমার বড় সৌভাগ্য যে আপনারা আমাকে সর্বসম্মতিক্রমে এনডিএ নেতা নির্বাচিত করেছেন। ‘আমি এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়। এর পর থেকেই শরিকদের পেছনে দৌড়ঝাঁপ শুরু করে মোদি শিবির।