সংবাদ সম্মেলনে অভিযোগ
ঢাকার কেরানীগঞ্জে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও তার সাঙ্গোপাঙ্গদের দখলে রয়েছে কেরানীগঞ্জের সাহু ব্যাপারীর ৬৬৯ শতাংশ জমি । এ ব্যাপারে গতকাল কেরানীগঞ্জ উপজেলার দেও সুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জমির মালিক শাহু ব্যাপারীর দুই ছেলে হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল ও হাজী মোহাম্মদ নাসির উদ্দিন।
লিখিত বক্তব্যে হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল বলেন, ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ব্রাহ্মণ কিত্তা মৌজার আরএস ৩৫৮৭ , ৩৬০০, এবং ৩৬০১ থেকে ৩৬১০ পর্যন্ত মোট ১২টি দাগে তাদের ৬৬৯ শতাংশ জমি রয়েছে । যার মালিক তারা দুই ভাই তার চার বোন ও তাদের মা। এই জমি তারা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া গত ৫০ বছরেরও বেশি সময় শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। পতিত স্বৈরাচার সরকারের সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ এডভোকেট কামরুল ইসলাম তার দলীয় সন্ত্রাসী বাহিনী অস্ত্রধারী চাঁদাবাজ, আওয়ামী হকার্স লীগের নেতা আনোয়ার, কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা শাহাবুদ্দিন সাহা, আলতাব হোসেন, সেলিম চৌধুরী, মোঃ সুমন, মোঃ সুজন ও মোহাম্মদ রাসেল দখল করে নেয় । দখলের পর উক্ত জমির উপর দিয়ে রাস্তা তৈরি করে ভূমি দস্য আনোয়ার হোসেন তার সোনার বাংলা গ্রীন সিটি নামে সাইনবোর্ড লাগিয়ে প্লট আকারে বিক্রি করার জন্য সাইনবোর্ড টাঙ্গিয়েছে । সরকার পতনের পর গত দুইদিন আগে তারা তাদের জমিতে যাওয়ার চেষ্টা করলে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের অনুসারী ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদেরকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে । অন্যথায় তাদের নামে জমি লিখে দিতে বলে। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীরা ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারার বিধান মোতাবেক পিটিশন মামলা দায়ের করেছেন । যাহার মামলা নং ৬৬ /২০২৪। এছাড়া কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন যাহার নং ২১৩৯। কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দেওয়ার পরে সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও তার দলীয় ক্যাডাররা জমির মালিক এবং বাঁদীকে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জমির মালিক ভুক্তভোগী শাহু ব্যাপারীর দুই ছেলে হাজী মোহাম্মদ সালাউদ্দিন সোহেল ও হাজী মোহাম্মদ নাসির উদ্দিন সকলের সহযোগিতা ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন।