নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আরও ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে। জেলার আড়াইহাজারে শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় তার এ আদেশ হয়। রোববার (০১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে দুই হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাজীর রিমান্ড আবেদন করা হয়। পরে সেই দুই মামলায় তিন দিন করে তার মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত
এর আগে, গত ২৫ আগস্ট রাতে ঢাকার শান্তিনগর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় গাজীকে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি করা হয়েছে গোলাম দস্তগীর গাজীকে।