রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী শাজাহান খান অসুস্থ হয়ে পড়েছেন। তাই সাত দিনের রিমান্ডে থাকলেও দুইদিন পরই রোববার (৮ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন উপ-পরিদর্শক মো. খোকন মিয়া।সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৬ সেপ্টেম্বর তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নিহতের ঘটনায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।গত ৫ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।