জাতিসংঘের গাড়ির দিকে একের পর এক গুলি ছুড়েছে ইসরাইলের সেনারা। শুধু তা-ই নয়, একপর্যায়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই গাড়ি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। খবর সিএনএনের
দুজারিক জানান, একটি চেকপয়েন্টে ইসরাইলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) গাড়িবহরটিকে থামায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য ১২ জন যাত্রীর মধ্যে দুজনকে নিয়ে যাওয়ার দাবি জানানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দুজারিক বলেন, ইসরাইলি সেনারা জাতিসংঘের কর্মকর্তাদের দিকে অস্ত্র তাক করেছিল এবং ঘটনার এক পর্যায়ে গুলি ছোড়া হয়।
তিনি বলেন, এরপর আইডিএফের ট্যাংক ও বুলডোজার দিয়ে সামনে ও পেছন দিক থেকে জাতিসংঘের গাড়িগুলোকে ধাক্কা মারা হয়। তবে এতে কেউ আহত হয়নি।
এ বিষয়ে আইডিএফ সিএনএনকে বলছে, গাড়িবহরে বেশ কয়েকজন সন্দেহভাজন ফিলিস্তিনি উপস্থিত ছিল এমন গোয়েন্দা তথ্যের পর তারা এ পদক্ষেপ নিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী এর আগেও দাবি করেছিল, এই গাড়িবহরটি পোলিও ভ্যাকসিন পরিবহনের সঙ্গে জড়িত ছিল না। ফিলিস্তিনিদের সহায়তায় ব্যবহার করা হয়েছিল।
তবে জাতিসংঘ জোর দিয়ে বলেছে, গাড়িবহরটি পোলিও টিকা দেওয়ার সঙ্গে জড়িত ছিল। এতে জাতীয় ও আন্তর্জাতিক কর্মী সদস্যরা ছিল।