Print
আসছে বর্ষা, নৌকা তৈরির ধুম
প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৩ , ৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ
দিক দিগন্ত ডেস্ক
আসছে বর্ষা। বর্ষায় কোথাও যেতে অনেকের নৌকাই ভরসা। তবে আগের মতো এখন আর নৌকার চাহিদা নেই। তার পরেও বিভিন্ন নিচু অঞ্চলের বাসিন্দাদের বর্ষায় যাতায়াতে ভরসা একমাত্র নৌকা। তাই তো নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা। চলছে নৌকা তৈরি ও মেরামতের ধুম। কেউ কাঠ কাটছে, আবার কেউ নৌকায় আলকাতরা লাগাচ্ছেন। হাতুড়ি কাঠের খুটখাট শৈল্পিক ছন্দে যে কারও মন ভরে যায় সেখানে গেলে। শুধু বর্ষা মৌসুম ঘিরে কারিগরেরা নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। ছবিগুলো সোমবার (২৪ মে) কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা