খালেদা জিয়াকে নিয়ে সিনেমা: যা বললো বিএনপি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমাটির নাম এরই মধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। এর নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি নির্মাণের আগে আমরা খালেদা জিয়ার অনুমতি নিয়েছি।
তবে খালেদা জিয়াকে নিয়ে কাউকে কোনো প্রকার সিনেমা বা ডকুমেন্টরি বানানোর অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে এ ঘোষণা দেয় বিএনপি।
এদিকে সিনেমাটিতে কোন কোন শিল্পী অভিনয় করবেন এ সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা। এ ব্যাপারে এম কে জাহান বলেন, অবশ্যই চমক থাকবে কাস্টিংয়ে। এত বড় সিনেমা তো আর যাকে-তাকে নিয়ে করা যাবে না।
তিনি জানান, এরই মধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। আগামী মাসের শেষ দিকে হয়তো এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে।