উজানের ভারী বৃষ্টি কমে আসায় ঢলের পানি কমতে শুরু করেছে।এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ধীর গতিতে কমছে পানি।ফেনীতে পানি কমেছে দুই ফুট।তবে বন্যায় কবলিত ও ঘরে ফেরা মানুষের দুর্ভোগ বেড়েছে।খাদ্য সংকট তৈরি হয়েছে প্রকট।এখনও ডূবে আছে সদর,সোনাগাজী ও দাগরভূইয়া উপজেলার অনেক এলাকাগৌমতি নদীর পানি কমলেও নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে।চৌদ্দটি উপজেলার একশত পচিশটি ইউনিয়ন।সরকারি হিসাবে এখনওপানিবন্দী দশলাখ মানুষ।লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন পাচ উপজেলার বিস্তীর্ণ এলাকা।ধীর গতিতে নামছে বানের জল ,এদিকে মৌলভীবাজারের সবকটি নদীর পানিকমেছে।হাওড় ঘেষা গ্রাম গুলো ছাড়া নিম্নাঞ্চলের পানি নামায় অনেকেই ঘরে ফিরছেন।